প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:১৯ সময়

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মোসাম্মৎ তনিমা ওরফে তন্বীর ভাড়া করা একটি ফ্ল্যাটে জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। ঘটনার পর ওই বাসা থেকে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ঘটনাস্থলে থাকা তারই কোনো সহযোগী মোতালেব শিকদারকে গুলি করে থাকতে পারে। গুলিটি তার কানের পাশ দিয়ে লেগে বেরিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, মোতালেব শিকদার এক সময় শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে তিনি জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।