প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৭:২২ সময়

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুথি (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (বিকেল) আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত জুথি কালিকাপুর গ্রামের মাছ ব্যবসায়ী জহুরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুথিদের বাড়িতে একটি পোষা বিড়াল ছিল। বিড়ালটি প্রথমে পাকা ভবনের ছাদে উঠে পড়ে এবং পরে সিঁড়ি ঘরের টিনশেডে চলে যায়। ওই টিনশেডের ওপর দিয়ে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার যাওয়ায় সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। এ সময় বিড়ালটিকে তাড়িয়ে নিচে নামাতে গেলে জুথি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুথিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।