প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:২৯ সময়

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবির ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, অভিযানে ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ৯টি চাপাতি ও সামুরাই, ১০টি ছুরি এবং ১২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে হত্যা, ডাকাতি ও মাদক মামলার আসামিসহ নিষিদ্ধ সংগঠনের একাধিক নেতা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।