প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে ৯৬ কেজি অবৈধ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মো. রাজা মোল্লা (৩৪), তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল ভালুকা থানাধীন গফরগাঁও-ভালুকাগামী পাকা সড়কের ঢালী ভবনের বিপরীতে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে চালক বেশে থাকা মো. রাজা মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি গাড়ির ভেতরে গাঁজা বহনের কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে মিনি কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারিকে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।
