প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।
রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদক-এর পক্ষে আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক তানজিল হাসান।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী এম এ মান্নান, সচিব এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, উপ-সচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো. আফতাব হোসেন খান, মো. আব্দুস সালাম এবং সিএনএস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড (সিএনএস)-কে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। পূর্বের বৈধ টেন্ডার বাতিল করে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ছাড়াই চুক্তি সম্পন্ন করা হয়। সিএনএসকে মোট আদায়কৃত টোলের ১৭.৭৫ শতাংশ সার্ভিস চার্জে কার্যাদেশ দেওয়া হয়।
ফলস্বরূপ, প্রতিষ্ঠানটি ৪৮৯ কোটি টাকার বেশি বিল গ্রহণ করে, যেখানে ২০১০-২০১৫ সালের মধ্যে একই সেতুর টোল আদায়ের জন্য খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকার কিছু বেশি।
দুদক গত ১২ অক্টোবর এই মামলাটি দায়ের করে। মামলার এজাহারে বলা হয়েছে, নামীয় আসামিরা দেশত্যাগ করলে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলামত বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য তাদের বিদেশ যাত্রা রোধের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বাসস!