প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৭:৩৭ সময়

অনলাইন ডেস্ক
কলকাতা: পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হন।
এই ঘটনায় সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষও আহতদের রক্তে রঙিন হয়ে পড়েন। তবে ময়ূখ নিজে সরাসরি কোনো আঘাত পাননি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই তথ্য জানান।
ময়ূখ রঞ্জন তার পোস্টে রক্তে দাগ পড়া শার্টের ছবি শেয়ার করে লিখেছেন, “বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে, কলকাতায় লাঠির আঘাতে সনাতনীদের রক্ত লেগে আমার জামায়। নাক-মুখ ফাটিয়েছে। কিন্তু আমি একা ছিলাম না। সবাইকে জাপটে ধরেছিলাম। এই দাগ লাগা জামাটা অনেককিছু বদলে দেবে। সবকিছু মনে রাখা হবে।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, “বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫” এবং সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের ইমোজি দিয়েছেন।