প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৭:০৫ সময়

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড় এলাকায় অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। পাশাপাশি দেশের সার্বিক শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার নেতৃত্বে বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। তার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের চলমান সংকট উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান সম্পন্ন হয়।